ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে মানিক (৩০) নামে এক  সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০টায় পোড়াদহ জিআরপি থানা পুলিশ নিহত সেনা সদস্য মানিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্থায়নীরা জানান, নতুন চাকরি পাওয়ার পর ট্রেনিং শেষ করে বৃহস্পতিবার রাতে যশোর থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে চড়ে বাড়ি ফিরছিলেন মানিক।

ট্রেনটি মিরপুর স্টেশনে না থামায় চলন্ত ট্রেন থেকে নামতে গেলে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
মিরপুর রেল স্টেশন মাস্টার মীর ইসরাফিল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত সেনা সদস্য মানিক উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার বাবুর ছেলে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।