ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে এমএন লারমা’র ৩৪তম মৃত্যুবার্ষিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
খাগড়াছড়িতে এমএন লারমা’র ৩৪তম মৃত্যুবার্ষিকী খাগড়াছড়িতে এমএন লারমা’র ৩৪তম মৃত্যুবার্ষিকী

খাগড়াছড়ি: নানা কর্মসূচির মধ্য দিয়ে পাহাড়ি জাতিগোষ্ঠি এবারও পালন করছে তাদের আদর্শিক সংগ্রামী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা ওরফে এমএন লারমা’র ৩৪তম মৃত্যুবার্ষিকী।

শুক্রবার (১০ নভেম্বর) এ উপলক্ষে খাগড়াছড়ি জেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে।
 
সকালে সূর্যশিখা ক্লাব মাঠ থেকে একটি শোক র‌্যালি বের করে জনসংহতি সমিতি (এমএন লারমা)।

পরে চেঙ্গী স্কয়ারে এসে লারমার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।
 
পরে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের সভাপতি সুধাসিন্ধু খীসা। এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার দপ্তর সম্পাদক অমরসিং চাকমা, সাধারণ সম্পাদক আরাধ্য পাল খীসা।
 
এছাড়াও খাগড়াছড়ি, দীঘিনালা, লক্ষ্মীছড়িসহ জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত স্মরণসভা ও সমাবেশে বক্তারা এমএন লারমার আদর্শে উজ্জীবিত হয়ে পাহাড়ি জনগোষ্ঠির বৃহত্তর ঐক্য গড়ে তোলা, বিভেদ ও সংঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
 
উল্লেখ্য, ১৯৮৩ সালে ১০ নভেম্বর তৎকালীন শান্তিবাহিনীর একদল বিভেদপন্থি গ্রুপের হাতে প্রাণ হারান জনসংহতি সমিতির শীর্ষ নেতা ও সাবেক এমপি মানবেন্দ্র নারায়ণ লারমা।
 
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।