শুক্রবার (১০ নভেম্বর) এ উপলক্ষে খাগড়াছড়ি জেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে।
সকালে সূর্যশিখা ক্লাব মাঠ থেকে একটি শোক র্যালি বের করে জনসংহতি সমিতি (এমএন লারমা)।
পরে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের সভাপতি সুধাসিন্ধু খীসা। এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার দপ্তর সম্পাদক অমরসিং চাকমা, সাধারণ সম্পাদক আরাধ্য পাল খীসা।
এছাড়াও খাগড়াছড়ি, দীঘিনালা, লক্ষ্মীছড়িসহ জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত স্মরণসভা ও সমাবেশে বক্তারা এমএন লারমার আদর্শে উজ্জীবিত হয়ে পাহাড়ি জনগোষ্ঠির বৃহত্তর ঐক্য গড়ে তোলা, বিভেদ ও সংঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
উল্লেখ্য, ১৯৮৩ সালে ১০ নভেম্বর তৎকালীন শান্তিবাহিনীর একদল বিভেদপন্থি গ্রুপের হাতে প্রাণ হারান জনসংহতি সমিতির শীর্ষ নেতা ও সাবেক এমপি মানবেন্দ্র নারায়ণ লারমা।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
আরএ