শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে খবর পেয়ে পুলিশ মরদেহ করে।
নিহত সুশীল বোচাবগঞ্জ উপজেলার পশ্চিম সানকাই গ্রামের মৃত খগেন্দ্র নাথের ছেলে।
দিনাজপুর বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা গত রাতের কোনো এক সময় সুশীলকে দুর্বৃত্তরা হত্যা করে এখানে ফেলে গেছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
বিএস