ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শরণখোলায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
শরণখোলায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৭

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আমড়াগাছিয়া সিংবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সরোয়ার খান (৩৫), শুভংকর হালদার (৩২), স্বর্ণা দে (১৯), মিলন শেখ (৩৫), সুফিয়ান (৩০), ইয়াছিন (২৫) ও দুলাল হাওলাদার (৪৫)।

এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক সরোয়ার ও যাত্রী শুভংকরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাকিদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ইজিবাইক ও মোটরসাইকেল জব্দ করেছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।