ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
খাগড়াছড়িতে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে সার ও বীজ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।  

উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেব।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এসএম সালাহ উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, পার্বত্য জেলা পরিষদ ও কৃষি কমিটি আহ্বায়ক আশুতোষ চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক তরুন ভট্টাচার্য্য, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিয়াজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।