ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো জেএসসি পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো জেএসসি পরীক্ষার্থী

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো মিম আক্তার (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে মুনশুরপুর টেকপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান এ বাল্যবিয়ে বন্ধ করেন।  

মিম আক্তার ওই এলাকার কবির হোসেনের মেয়ে।

সে মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার মুনশুরপুর টেকপাড়া এলাকার কবির হোসেনের মেয়ে মিম আক্তারের সঙ্গে একই উপজেলার দিঘুয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. মহিউদ্দিনের (২৫) বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পরে বর ও কনেসহ দুই পক্ষের অভিভাবককে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে নিয়ে যাওয়া হয়।  

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমানের উপস্থিতিতে মেয়ের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে দুই পক্ষের মুচলেকা নেওয়া হয়।  

নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বাংলানিউজকে বলেন, মেয়েটির প্রাপ্ত বয়স না হওয়ায় এ বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরেও বিয়ের আয়োজন করলে তাদের অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

দুই পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলেও জানান নির্বাহী এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭     
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।