ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে রফতানিযোগ্য ঔষুধি উদ্ভিদ চাষাবাদে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
নীলফামারীতে রফতানিযোগ্য ঔষুধি উদ্ভিদ চাষাবাদে কর্মশালা নীলফামারীতে রফতানিযোগ্য ঔষুধি উদ্ভিদ চাষাবাদে কর্মশালা

নীলফামারী: নীলফামারীতে রফতানিযোগ্য ঔষুধি উদ্ভিদ চাষাবাদ এবং প্রাথমিক প্রক্রিয়াকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে (১০ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইউনানী ওষুধ শিল্প সমিতি এবং মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

কর্মশালায় বাংলাদেশ ইউনানী ওষুধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিনের রেজিস্টার এ,কে,এম হারুনার রশিদ, ওষুধ প্রশাসন অধিদপ্তরের নীলফামারী জেলার তত্ত্বাবধায়ক বি.এম. জাহিদ হাসান, বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব হাকীম ফেরদৌস ওয়াহিদ বুদু, রংপুরের ডা. আব্দুল গণি ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ হাকীম মোকছেদুল আলম, ওই কলেজের প্রতিষ্ঠাতা ওয়ারিশ শাহরিয়ার, একই কলেজের প্রভাষক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ।

কর্মশালায় জানানো হয়, দেশের উত্তরাঞ্চলের নীলফামারীসহ ১০ জেলায় বছরে প্রায় দেড়শ কোটি টাকার রফতানিযোগ্য ঔষুধি উদ্ভিদ চাষাবাদ করা হচ্ছে। এসব উদ্ভিদ প্রাথমিক প্রক্রিয়ার পর বিদেশে রফতানির পাশাপাশি দেশীয় ইউনানী ও আয়ুরর্বেদিক ওষুধ শিল্পে ব্যবহার হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।