ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নিজ উদ্যোগেই রাস্তা সংস্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
নিজ উদ্যোগেই রাস্তা সংস্কার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: থানার মোড় থেকে বাদুড়তলা রিকশাস্ট্যান্ড মোড়। বগুড়া শহরের গুরুত্বপূর্ণ অনেকগুলো রাস্তার মধ্যে এটিও বেশ ব্যস্ত সড়ক। দীর্ঘদিন ধরে শহরের এ রাস্তার পুরো অংশ খানা-খন্দে ভরপুর। 

কিন্তু এ বিষয়ে সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। স্থানীয়দের অভিযোগ, পৌরসভাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানালেও কোনো কাজ হয়নি।

তাই এবার নিজেই এগিয়ে এলেন বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ। মেসার্স শুকরা এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানেরও সত্ত্বাধিকারী।  
 
শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সংস্কার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। রাস্তার বিভিন্ন জায়গার খানা-খন্দের মেরামত করা হচ্ছে।  

এ সময় সেখানে আব্দুল মান্নান আকন্দও উপস্থিত ছিলেন। তিনি বাংলানিউজকে জানান, এলাকার লোকজনের চলাচলের একমাত্র এই রাস্তাটি বর্ষাকালে সামান্য বৃষ্টিতে হাটু পানি জমে যায়। শুষ্ক মৌসুমেও চলাচল করা দায় হয়ে যায়।  

‘এতে পথচারী ও স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাটি সংস্কারে পৌরসভার মেয়রকে অনুরোধ জানিয়েও কোনো কাজ হয়নি। তাই নিজ উদ্যোগেই সংস্কারের কাজ শুরু করেছি। ’
 
রাস্তার খানা-খন্দ মেরামত হলে সাধারণ মানুষেরও আর দুর্ভোগ থাকবে না বলে জানান তিনি।  
 
এর আগে দুপুর ১২টার দিকে রাস্তার সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাছুদুর রহমান মিলন।
 
এ সময় বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল,  ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, মুদ্রণ মালিক সমিতির সভাপতি মাহবুব রহমান, জেলা ট্রাক মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক শেখ আজিজুর রহমান লিটন, নাহারুল ইসলাম, যুবলীগ নেতা মামুন, জালাল প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।