ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নূর আলী সেজান (২৫) নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে গলাচিপা উপজেলা কমপ্লেক্সের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

নিহত সেজান জয়পুরহাট জেলার সবুজ নগরের বাসিন্দা আনছার আলী মন্ডলের ছেলে এবং ঢাকার নর্থসাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শেষ বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সেজান একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম সজীব, তারাভির সরকার, সাজিরুল ইসলাম, আশ্রাফুল ইসলাম এবং গলাচিপা পৌর শহরের বাসিন্দা রফিকুল ইসলাম শামীমের ছেলে হান্নান আহমেদ আবীরের সঙ্গে পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে আসেন।

সেখান থেকে তারা ঢাকায় ফেরার পথে গলাচিপা পৌরসভার রূপনগর এলাকায় বন্ধু আবির হোসেনের বাড়িতে যান। দুপুরে গোসল করতে উপজেলা কমপ্লেক্সের পুকুরে নামতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়।

গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রের পরিবারের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। সেজানের মরদেহের ময়নাতদন্ত করা হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।