ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে যৌনপল্লী থেকে কিশোরী উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ময়মনসিংহে যৌনপল্লী থেকে কিশোরী উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকার যৌনপল্লী থেকে সুমী আক্তার নামে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কিশোরীকে আটক করা হয়।  

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিজকে জানান, উদ্ধার কিশোরী চট্টগ্রাম নগরীর একটি কোম্পানিতে কর্মরত ছিল।

সে খুলনা জেলা সদরের বাসিন্দা।

একটি দালাল চক্র প্রলোভন দেখিয়ে তাকে এনে যৌনপল্লীতে একটি সংগঠনের নেত্রী আনু বেগমের কাছে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়।

পরে কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে কিশোরীকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।