ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ৫ মাদকসেবী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ফুলবাড়ীতে ৫ মাদকসেবী আটক

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিল সেবনের অপরাধে পাঁচ যুবককে আটক করেছে পু‌লিশ।

শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজলার কুটিচদ্রখানা এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন- উপজলার চদ্রখানা গ্রামের মঞ্জুরুল ইসলাম (২৬), মাজেদুল হক (২৭), রংপুর জেলার মিঠাপুকুর উপজলার ফরিদপুর গ্রামের রুবল মিঞা (২৫), একই জলার সদর উপজলার শান্তিবাগ গ্রামের আতিকুর রহমান (২৬) এবং আশরতপুর চকবাজার গ্রামের  বিদ্যুৎ সরকার (২৭)।

শনিবার (১১ নভেম্বর) সকালে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খন্দকার ফুয়াদ রুহানী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার গ্রহণ করে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১০৩০ নভেম্বর ১১, ২০১৭
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।