ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবি, ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারিসহ সব ধরনের চাকরিতে প্রবেশের বয়সসীমা নূন্যতম ৩৫ করার দাবি জানিয়েছেন ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি করেন শিক্ষার্থীরা। মানবন্ধনের আয়োজন করে বাংলাদেশ ছাত্র পরিষদ।

সংগঠনের সভাপতি আল আমিন রাজুর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন-সিনিয়র সহ সভাপতি সঞ্জয় দাস, সাধারণ সম্পাদক সবুজ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নিত্যানন্দ সরকার এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমএফআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।