ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
হাতিয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের উপর হামলার ঘটনায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাড়ে তিনশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

রোববার (১২ নভেম্বর) রাতে হাতিয়া থানার উপ পরিদর্শক সুধন চন্দ্র দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মামলার আগে ও পরে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১১ নভেম্বর) বিকেলে হাতিয়‍ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে প্রতিপক্ষের হামলায় পুলিশসহ ৩৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫০ রাউন্ড রাবার বুলেট ও ২০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

বাংলাদেশ সময়: ০৩২২ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।