ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাপাহারে ৫ শিশুসহ ১০ রোহিঙ্গা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
সাপাহারে ৫ শিশুসহ ১০ রোহিঙ্গা উদ্ধার সাপাহারে ৫ শিশুসহ ১০ রোহিঙ্গা উদ্ধার

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী এলাকা মধুইল বাজার থেকে ১০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

সোমবার (১৩ নভেম্বর) সকালে তাদের উদ্ধার করা হয়।  

বিজিবি জানায়, সকালে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মধুইল বাজার থেকে একটি বাস নওগাঁর উদ্দেশে ছাড়ছিল।

এ সময় পাঁচ শিশু, দুই নারী এবং তিনজন পুরুষ তড়িঘড়ি করে বাসে ওঠেন। তারা বাংলাদেশি নন বলে সন্দেহ হলে স্থানীয়রা সাপাহার ১৪ বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেন।  

১৪ বিজিবির কোমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খিজির খাঁ জানান, ওই ১০ জন রোহিঙ্গা বলে নিশ্চিত হলেও তারা আসলে কোত্থেকে এসেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের স্থানীয় খঞ্জনপুর কোম্পানি ক্যাম্পে রেখে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।