ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় খাদিজা খাতুন (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন।

সোমবার (১৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা জেলার চুনারুঘাট উপজেলার বদরগাজী গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।



শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার জানান, সকালে সিএনজি চালিত অটোরিকশায় করে নূরপুর এলাকা অতিক্রম করছিলেন খাদিজা। এসময় সুতাং বাজার থেকে শায়েস্তাগঞ্জগামী একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় আহত হন অটোরিকশায় থাকা আরো ছয়জন। আহতদের মধ্যে পাঁচজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭

এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।