ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বুধবার শুরু হচ্ছে নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ঝিনাইদহে বুধবার শুরু হচ্ছে নবান্ন উৎসব ঝিনাইদহে বুধবার শুরু হচ্ছে নবান্ন উৎসব

ঝিনাইদহ: ঝিনাইদহে বুধবার (১৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী নবান্ন উৎসব। বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এ উৎসবের আয়োজন করতে যাচ্ছে।

সোমবার (১৩ নভেম্বর) ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, শহুরে জীবনের যান্ত্রিকতায় আমাদের গ্রামীণ ঐতিহ্যগুলো হারাতে বসেছে।

নতুন প্রজন্মের কাছে আমাদের আদি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে বিগত বছরের ন্যায় এবারও বিহঙ্গ পহেলা অগ্রহায়ণ থেকে ৩রা অগ্রহায়ণ পর্যন্ত শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নবান্ন উৎসবের আয়োজন করতে যাচ্ছে।

বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক জাকির হোসেন।

অনুষ্ঠানের মধ্যে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালি, নাট্যনৃত্য, বাউল সংগীতসহ নবান্নের গান। এতে সবার সহযোগিতা কামনা করেন শাহীনুর আলম লিটন।

সংবাদ সম্মেলনে বিহঙ্গ’র সভাপতি রূপালী পারভীন, সাংস্কৃতিক সম্পাদক নিশাত আঞ্জুম, অর্থ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক তানজুল ইসলাম দিনার, নির্বাহী সদস্য কানিজ তন্বী, তামান্না ইকবাল লিটা, তামান্না সাদিয়া অন্তি, সদস্য যায়েদ বিন কবির অহৃত।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।