ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আখতার হুসেনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
আখতার হুসেনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

ঢাকা: বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি ও ছড়াকার আখতার হুসেনের চিকিৎসার জন্য ৩২ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ নভেম্বর) কার্যালয়ে অনুদানের চেক আখতার হুসেনের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

আখতার হুসেন দীর্ঘদিন ধরে দূরারোগ্য প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সারে ভুগছেন।

চেক গ্রহণ করে আখতার হুসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তাকে আপ্লুত হয়ে কেঁদে ফেলতে দেখা যায়।

এর আগেও প্রধানমন্ত্রী আখতার হুসেনের চিকিৎসার জন্য ৩ লাখ টাকার অনুদান দিয়েছিলেন।

এ সময় অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘জনকের মুখ’ নামে একটি বই প্রকাশ করেন আখতার হুসেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।