ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ১০ স্বর্ণের বারসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
শাহজালালে ১০ স্বর্ণের বারসহ যাত্রী আটক

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ স্বর্ণের বারসহ মো. আব্দুল মোনায়েম নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

সোমবার (১৩ নভেম্বর) ‍দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ড.মইনুল খান বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে সকাল ১১টায় চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০১২২) শাহজালালে অবতরণ করেন যাত্রী মোনায়েম।

পরে অভ্যন্তরীণ আগমনী পয়েন্ট পার হওয়ার পরে তার অন্তর্বাস থেকে এ স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। যার ওজন ১১৬০ গ্রাম।  

তিনি আরও জানান, বিমানের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে আকাশপথে মাস্কাট থেকে আগত কোনো যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের মূল্য ৫৮ লাখ টাকা।

মোনায়েমকে শুল্ক আইনে আটক করা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে বলেও জানান মইনুল খান।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসজে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।