ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাশেম মুন্সী (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এমরান মুন্সী (২৫) নামে আরো এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারের অগ্রণী ব্যাংক শাখা ভবনে রঙের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।  

হাশেম মুন্সী নারায়নপুর গ্রামের রফিকুর ইসলাম মুন্সীর ছেলে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, হাশেম ও এমরান একই সঙ্গে ব্যাংকের ওই ভবনের দেয়ালে রঙের কাজ করছিলেন। এসময় দেয়ালের সঙ্গে থাকা বিদ্যুতের লাইনে হাত লেগে দুইজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আসিকুল আহসান হাশেমকে মৃত ঘোষণা করেন। আহত এমরানের হাত পায়ের চামড়া সাদা হয়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।