ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চোরাচালান মোবাইল উদ্ধারে চলছে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
চোরাচালান মোবাইল উদ্ধারে চলছে অভিযান চোরাচালান মোবাইল উদ্ধারে চলছে অভিযান- ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীতে চোরাচালান করা মোবাইল ফোন উদ্ধারে গুলশানের মলিক্যাপিটা মার্কেটেসহ বিভিন্ন অভিজাত শপিং মলের ফোন এক্সচেঞ্জ ও বিভিন্ন স্টোরে বিশেষ অভিযান চালাচ্ছে শুল্ক গোয়েন্দা।

সোমবার ( ১৩ নভেম্বর) দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, শুল্ক গোয়েন্দার কাছে তথ্য রয়েছে রাজধানীর বিভিন্ন শপিং মলে চোরাচালানির বিভিন্ন ব্র্যান্ডের নামীদামি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে।

এমন গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা এই অভিযান পরিচালনা করছে।

শুল্ক গোয়েন্দার এ অভিযানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফোর্স অভিযানে অংশ নিয়েছে বলেও জানান মইনুল খান।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসজে/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।