ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শোলাকিয়ায় জঙ্গি হামলার আসামি মাহফুজ রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
শোলাকিয়ায় জঙ্গি হামলার আসামি মাহফুজ রিমান্ডে শোলাকিয়ায় জঙ্গি হামলায় মাহফুজের রিমান্ড মঞ্জুর

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার আসামি জঙ্গি আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদ এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ তাকে কিশোরগঞ্জের ১নং আমল গ্রহণকারী আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে।

এসময় আদালতের নিরাপত্তা জোরদার করা হয়। সোহেল মাহফুজ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদীপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

কিশোরগঞ্জ কোর্ট পরিদর্শক মো. হুমায়ুন কবির আকন্দ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, জঙ্গি সোহেল মাহফুজের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাচোল ও গোদাগাড়ি থানায় সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন। রোববার শোলাকিয়ায় জঙ্গি হামলার মামলায় তাকে কড়া নিরাপত্তায় কিশোরগঞ্জে আনা হয়। একই মামলায় তার সঙ্গে আদালতে নিয়মিত হাজিরা দেন মিজানুর রহমান ওরফে বোমা মিজান, জাহিদুল হক তানিম ও আনোয়ার হোসেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফুর রহমান বাংলানিউজকে জানান, শোলাকিয়ায় জঙ্গী হামলার মামলায় মাহফুজকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। পরে শুনানী শেষে আদালতের বিচারক তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের পবিত্র ঈদুল ফিতরের দিনে শোলাকিয়ায় ঈদের জামাতের আগে জঙ্গী হামলা হয়। জঙ্গীদের বোমা হামলায় আনসারুল ও জহিরুল নামে দুই পুলিশ সদস্য নিহত ও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশের সঙ্গে জঙ্গীদের গুলাগুলি হয়। পুলিশের গুলিতে আবির রহমান নামে এক জঙ্গী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গুলাগুলি চলাকালে ঝর্ণা রাণী ভৌমিক নামে স্থানীয় এক গৃহবধূ নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।