ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভ্যাট কর্মকর্তাকে স্মারকলিপি দেবেন বেকারি ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ভ্যাট কর্মকর্তাকে স্মারকলিপি দেবেন বেকারি ব্যবসায়ীরা ভ্যাট কর্মকর্তাকে স্মারকলিপি দেবেন বেকারি ব্যবসায়ীরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ভ্যাট সংক্রান্ত জটিলতা নিরসনে নিজ নিজ অঞ্চলের ভ্যাট কর্মকর্তাকে স্মারকলিপি দেবেন বগুড়া জেলা ব্রেড-বিস্কুট অ্যান্ড কনফেকশনারি মালিক সমিতি।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হাসান আলী আলালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় নেতা মাকসুদুল আলম পাটোয়ারী।

মাকসুদুল আলম অভিযোগ করেন, বগুড়ার ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান থেকে সরকারি নির্দেশ না মেনে বাধ্যতামূলক অন্যায়ভাবে ভ্যাট আদায় করা হচ্ছে। এ অবস্থায় স্থানীয়ভাবে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

সভায় জানানো হয়, ভ্যাটের এ জটিলতা নিরসনে রাজশাহী ও বগুড়া অঞ্চলের ভ্যাট কর্মকর্তাদের স্মারকলিপি দেওয়া হবে।  

এ সময় অন্যদের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক এমদাদ, রঞ্জিত কুমার পালিত, বায়জিদ শহীদ, মামুন, সাইদুর রহমান, মেরাজ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
 
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।