ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহতদের একজন

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় স্বপন বেপারী (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ জন। 

সোমবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১১টায়  চাঁদপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী মানিক জমাদার বাংলানিউজকে জানান, সকালে একটি মাইক্রোবাস চাঁদপুর পুলিশ লাইন থেকে রাঙ্গামাটি যাচ্ছিল।

পথে ভাটিয়ালপুর চৌরাস্তায়  সিএনজি চালিত দু’টি অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক অটোরিকশার চালক  স্বপন মারা যান। এসময় আহত হন দুই অটোরিকশার ১০ যাত্রী। আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

আহতরা হলেন-লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সুন্দরা গ্রামের জসিম পাটোয়ারীর স্ত্রী রুমা বেগম (২৮), মেয়ে জান্নাত (৫), পেয়ারা বেগম (৪০), তার মেয়ে আমেনা আক্তার (৬), সালমা বেগম (৩০), তার বোন ফাতেমা বেগম (১৮), ফাতেমার মেয়ে মরিয়ম (২), হিমেল (১৬), মো. শহীদ উল্যাহ (৭০) ও তার স্ত্রী অহিদা বেগম (৬০)।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আফজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, মাইক্রোবাসটিতে রাঙ্গামাটি থেকে আসা পুলিশের বাদক দল ছিলো। শুক্রবার (১০ নভেম্বর) চাঁদপুর পুলিশ লাইনে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ অনুষ্ঠানে তারা আসেন। সকালে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। যানবাহন তিনটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।