ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে মফিজ বয়াতি (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মফিজ ওই উপজেলার আয়নাবাজ কালাইয়া গ্রামের মৃত জয়নাল বয়াতির ছেলে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে ওই গ্রামের ফজলে করিম হাওলাদারের বাড়ির পাশের একটি বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, মফিজ আয়নাবাজ কালাইয়া গ্রামের ভাড়া মোটরসাইকেল চালক। রোববার রাতে তার মোবাইলে ফোন এলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মফিজের মৃত্যু বিদ্যুৎপৃষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলা‌দেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।