মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এ অর্থদণ্ড দেন।
এসময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদফতরের নরসিংদী অঞ্চলের পরিদর্শক মো. আবদুল গফুর, পৌর সদর ভূমি অফিসের নাজির মো. শাহ আলম প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে সদর বাজারে অভিযান চালানো হয়। এসময় আল আমিন স্টোর তল্লাশি করে নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। পরে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক মো. মাসুদ মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
টিএ