ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩ জন গুরুতর আহত হয়েছেন।

আহতেরা হলেন-কলেজ ছাত্র খায়রুল হাসান সৈকত, নাফিদ ও বহিরাগত শিপন হাওলাদার।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কলেজের শহীদ মিনার সংলগ্ন বটতলায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, বান্ধবীকে নিয়ে আড্ডা দেওয়ার সময় নাফিদের কাছে শিপন আর্থিক সুবিধা চাইতে গেলে তাদের মধ্যে মারামারি হয়। পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।