মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের গেইট থেকে তাকে গ্রেফতার করা হয়। এরশাদ উপজেলার দামুকদিয়া গ্রামের বকু মণ্ডলের ছেলে।
কালুখালী থানার উপ পরিদর্শক (এসআই) খান বেল্লাল হোসেন বাংলানিউজকে জানান, সোমবার (১৩ নভেম্বর) এরশাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে তার স্ত্রীর বড় বোন কালুখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে দুপুরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালের গেইট থেকে গ্রেফতার করা হয়।
মামলায় ওই গৃহবধূ উল্লেখ করেন, তার স্বামীর বাড়ি ও তার ছোটবোনের স্বামী এরশাদের বাড়ি একই গ্রামে। ফলে এরশাদ তাদের বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতেন। একপর্যায়ে এরশাদ তাকে কুপ্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় ৫ নভেম্বর রাত ৮টার দিকে এরশাদ তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এর আগেও ৮ আগস্ট রাত ১০টার দিকে এরশাদ তাকে ধর্ষণ করেন। কিন্তু মান-সম্মানের ভয়ে তিনি বিষয়টি গোপন রাখেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
টিএ