নিহত হাসান উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় ফেনীগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে চালক হাসান ও মোটরসাইকেলে থাকা আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এএটি