ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াবে কমিউনিটি রেডিও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াবে কমিউনিটি রেডিও 'বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি' ক্যাম্পেইন উদ্বোধন

ঢাকা: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে কমিউনিটি রেডিও'র মাধ্যমে 'বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি' ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পেইনটি আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের ১৭টি কমিউনিটি রেডিওর মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে ১১টি ইস্যুর উপর স্থানীয় ভাষায় 'সোনালি স্বপ্ন' নামে ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করা হবে।

 

এর মধ্যে রয়েছে বাল্যবিবাহ, বাল্যবিবাহ প্রতিরোধে বাবার ইতিবাচক ভূমিকা, শিক্ষক ও সামাজিক নেতাদের ভূমিকা, কমিউনিটির সম্পৃক্ততা, স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের ভূমিকা, সামাজিক গণমাধ্যমের ভূমিকাসহ নানা বিষয়।

সংবাদ সম্মেলেন বক্তারা বলেন, এদেশে গ্রামীণ পর্যায়ে মেয়েদের শিক্ষাজীবন চলমান রাখার একটি বড় অন্তরায় বাল্যবিবাহ। সুতরাং বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক সচেতনতা ও কমিউনিটির সম্পৃক্ততা প্রয়োজন। এক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ও সহজে তথ্য সম্প্রচার করার মাধ্যমে কমিউনিটি রেডিও একটি বড় ভূমিকা পালন করতে পারে। এই ক্যাম্পেইনে স্থানীয় ভাষা ব্যবহার করায় তা প্রয়োজনীয় জনগোষ্ঠীর দোরগোঁড়ায় পৌঁছাতে অনেকে বেশি সহায়ক হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি, সামাজিক ক্ষমতায়ন ও সমন্বিত উন্নয়ন কর্মসূচির পরিচালক আন্না মিনজ, সেন্ট্রাল মিডিয়া ইউনিটের ফজলুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।