ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
জয়পুরহাটে নবান্ন উৎসব জয়পুরহাটে নবান্ন উৎসব

জয়পুরহাট: জয়পুরহাটে র‌্যালি ও খির-পায়েস খাওয়ার মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর পুলিশ লাইন্স ফসলের মাঠে কাস্তে দিয়ে ধান কেটে নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোক্কামেল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সির্ভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালকদার রেজা, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।