ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

খাগড়াছড়ি: ইউনাইটেড পিপল’স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নাম ভাঙিয়ে নতুন করে কমিটি গঠনের প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে মাদক সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটির বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা সংস্কারপন্থীদের নব্য মুখোশধারী আখ্যা দিয়ে তাদের প্রতিহত করার ঘোষণা দেন এবং বৃহস্পতিবার (১৬ নবেম্বর) খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দেন।


 
এসময় বক্তব্য রাখেন- ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের জেলা কমিটির জেলা সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রেশমি মারমা, নারী সংঘের কেন্দ্রীয়সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।