ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

৩ দিন ধরে বন্ধ শিমুলিয়ার ১ নম্বর ফেরিঘাট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
৩ দিন ধরে বন্ধ শিমুলিয়ার ১ নম্বর ফেরিঘাট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার এক নম্বর ফেরিঘাট তিন দিন ধরে বন্ধ আছে। নাব্যতা সংকট কাটাতে ড্রেজিংয়ের কারণে বন্ধ আছে ফেরিঘাটটি। ড্রেজিং কাজ শেষ করে ফেরি চলাচল সচল হওয়ার বিষয়ে বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

বর্তমানে ১৫টি ফেরি এ নৌরুটে চলাচল করছে।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট ম্যারিন কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, নাব্যতা সংকট মোকাবেলায় ড্রেজিং কাজ চলছে। কবে শেষ হবে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে ছুটির দিন ছাড়া এই ঘাটগুলোতে চাপ পড়ে না বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট উপ মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, ড্রেজিং কাজের জন্য এক নম্বর ফেরিঘাট বন্ধ আছে তিন দিন ধরে। চাপ কম থাকলেও ছুটির দিনে হিমশিম খেতে হয়। বর্তমানে ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন আছে, যার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি আছে। কবে ফেরিঘাটের ড্রেজিং কাজ শেষ হবে বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।