ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজার পৌরসভার উচ্ছেদ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
মৌলভীবাজার পৌরসভার উচ্ছেদ অভিযান মৌলভীবাজার পৌরসভার উচ্ছেদ অভিযান

মৌলভীবাজার: যানজট নিরসন ও সৌন্দর্য ফেরাতে শহরের ফুটপাত দখল করে বসা বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযানে নেমেছে মৌলভীবাজার পৌরসভা।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের কোর্ট এলাকা থেকে চাঁদনীঘাট মনু সেতু পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে ফুটপাত ব্যবসায়ীদের মালামাল জব্দ এবং শহরের কোর্ট এলাকা থেকে চাঁদনীঘাট পর্যন্ত ও পশ্চিমবাজার থেকে চৌমুহনী পর্যন্ত ফুটপাত ব্যবসায়ীদের অবস্থান করা নিষিদ্ধ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর আয়াস আহমদ, মনবীর রায় মঞ্জু, নারী কাউন্সিলর শ্যামলী পুরকায়স্থ, শিল্পী বেগম, পৌরসভার বাজার পরিদর্শক এ.কে.এম. নুরুজ্জামান, এসআই তাপস।
 
পৌরসভার নারী কাউন্সিলর শ্যামলী পুরকায়স্থ বাংলানিউজকে জানান, শহরে গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত দখল করে বসা ব্যবসায়ীদের একাধিকবার বলার পরও ফুটপাত না ছাড়ায় এ অভিযান চালানো হয়। শহরের সৌন্দর্য নষ্টের পাশাপাশি যানজটের কারণ এসব ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।