ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিছিল চেষ্টাকালে বিএনপি কর্মীদের পুলিশের ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
মিছিল চেষ্টাকালে বিএনপি কর্মীদের পুলিশের ধাওয়া জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিলের চেষ্টাকালে বিএনপি কর্মীদের ধাওয়া দেয় পুলিশ। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় মিছিল বের করার চেষ্টাকালে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে শুনানিতে অংশ নিতে বৃহস্পতিবার আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

খালেদার হাজিরাকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা প্রেসক্লাব ও কদম ফোয়ারা সংলগ্ন সড়কে মিছিল বের করার চেষ্টা করেন।

তবে বিভিন্ন গলি থেকে প্রেসক্লাবের সামনে খণ্ড খণ্ড কয়েকটি মিছিল এলে তাদের ধাওয়া করে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা।  

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমসি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।