ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইমাম মুয়াজ্জিন সমিতির নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
বগুড়ায় ইমাম মুয়াজ্জিন সমিতির নির্বাচন অনুষ্ঠিত বগুড়া ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল

বগুড়া: বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য পুনরায় বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল কাদেরকে সভাপতি ও শাকপালা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে অত্র সমিতির সভাপতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ বগুড়া গোরস্থান ও ভাই পাগলা মাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম, ইসলামিক স্টাডিজ গ্রুপের সহ-সভাপতি আব্দুল খালিক, মাওলানা আব্দুল বারী রাশেদী, হাফেজ মাওলানা শাহীন রেজা, হাফেজ মাওলানা ইউসুফ সাঙ্গফী, মাওলানা রবিউল ইসলাম রওশন, মাওলানা রোকন উদ্দিন, মাওলানা আবু রাজি, মাওলানা কোরবান আলী, মাওলানা হারুনার রশিদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আনিছুর রহমান, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।

নির্বাচন শেষে মুসলিম উম্মাহ ও দেশ জাতির সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ