ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তুরস্ক সফর শেষে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
তুরস্ক সফর শেষে ফিরেছেন বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। ছবি: আইএসপিআর

ঢাকা: তুরস্কে সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার।

সোমবার (২০ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার দেশে ফেরার কথা জানানো হয়।

গত ১২ নভেম্বর বিমান বাহিনী প্রধান তুরস্ক সফরে যান।

দেশটির বিমান বাহিনীর সদরদফতরে পৌঁছালে বাহিনীর একটি চৌকস দল আবু এসরারকে গার্ড অব অনার দেয়। সেসময় তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

সফরকালে তুরস্ক বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন আবু এসরার। এসময় পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা। আবু এসরার তুরস্কের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গেও পেশাগত বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।