ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুবিতে মিক্সড আপ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
কুবিতে মিক্সড আপ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ৯ম ও ১০ম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে মিক্সড আপ বিতর্ক প্রতিযোগিতা-২০১৭ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। বিতর্কের ফাইনাল প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির মডারেটর আসাদুজ্জামান, উপদেষ্টা মো. আবদুর রহমান, প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ইসরাত জাহান লিপা, সভাপতি আদনান কবির সৈকত, সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন সানি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।