ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তারুণ্যের ‘একবেলা হাসিমুখ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তারুণ্যের ‘একবেলা হাসিমুখ’ বাকৃবি’র বৈশাখী মঞ্চে ‘একবেলা হাসিমুখ’ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা; ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভুরিভোজ ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে বাকৃবি’র বৈশাখী মঞ্চে ‘একবেলা হাসিমুখ’ নামে এক কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

সংগঠনের সভাপতি আল মাকসুদুল হাসান বাংলানিউজকে বলেন, প্রতিবারের মত এবারের বিশ্ব শিশু দিবসেও আমরা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘একবেলা হাসিমুখ’ নামে ইভেন্ট করেছি।

এর মধ্যে ছিল শিশুদের সঙ্গে একবেলা ভুরিভোজ, বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। এছাড়াও শিশুদের বিনোদন দিতে তারুণ্য সদস্যরা গান, কবিতা আবৃত্তি, গল্প, কৌতুক পরিবেশন করে।

অনুষ্ঠানে তারুণ্য সদস্য মাজহার রক্সি, মিঠুন সরকার, রৌদ্র, হিমেল, উবায়দুল, এনামুল, কবির, মুক্তা, শারমিন, ইতি, রিফাত, রাকিব, লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।