ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বন্দুকযুদ্ধে সাইফুল বাহিনীর প্রধানসহ দুই দস্যু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
বন্দুকযুদ্ধে সাইফুল বাহিনীর প্রধানসহ দুই দস্যু নিহত

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়রাচরের চতলারঘাট এলাকায় র‍্যাব-১১-এর সঙ্গে বন্দুকযুদ্ধে সাইফুল বাহিনীর প্রধানসহ দুই দস্যু নিহত হয়েছেন।

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি পাইপগান, তিনটি দু’নলা বন্দুক, কয়েক রাউন্ড গুলি, ২২টি মোবাইল ফোন, নগদ ৫৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহিনীর প্রধান সাইফুল (৩২) ও সেকেন্ড ইন কমান্ড শফিক (৩২)। তাদের বাড়ি উপজেলার বুড়িরচর ইউনিয়নে।

র‍্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাইফুল বাহিনী মেঘনার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে ডাকাতির ঘটনা ঘটায়। সোমবার রাতে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে  এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। সেখানে পৌঁছামাত্র দস্যুরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। আত্মরক্ষার্থে  র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দস্যুরা পিছু হটে গেলে ঘটনাস্থল থেকে দুই দস্যুর মরদেহ উদ্ধার করা হয়।

এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয়। তারা হলেন- সহকারী উপ পরিদর্শক (এএসআই) মফিজুল ও কনস্টেবল মাহফুজ। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, এদের মধ্যে সাইফুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ২১ নভেম্বর, ২০১৭/আপডেট:১০২৭ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।