ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় যুবককে গুলি করে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনা: খুলনার দৌলতপুরের পাবলা এলাকায় অনুপ দাশ (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে মহানগরীর কেশব লাল রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনুপ মাদকের সঙ্গে জড়িত ছিল। সোমবার (২০ নভেম্বর) বিকেলে পাবলার তিন দোকানের মোড়ের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি তিনি।  

ভোরে দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ডিআইজির ক্রাইম টিম কাজ করছে বলেও জানান ওসি হুমায়ুন কবির।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।