ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ট্রাকচাপায় নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
পুঠিয়ায় ট্রাকচাপায় নারী নিহত পুঠিয়ায় ট্রাকচাপায় নিহত অজ্ঞাতপরিচয় নারী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া বাংলানিউজকে জানান, বিকেলে উপজেলার বানেশ্বরের মোড় থেকে মোটরসাইকেলে এক যুবকের সঙ্গে অজ্ঞাতপরিচয় ওই নারী যাচ্ছিলেন।

এ সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া মোটরসাইকেল চালক সামান্য আহত হন। এসময় পুনরায় মোটরসাইকেল উঠে দ্রুত পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে চিনতে পারেনি প্রত্যক্ষদর্শীরা।

তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় আধাঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে। বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান পুঠিয়া থানার এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।