ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় সাড়ে ৩৩ লাখ টাকাসহ ৪ হুণ্ডি ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
শার্শায় সাড়ে ৩৩ লাখ টাকাসহ ৪ হুণ্ডি ব্যবসায়ী আটক আটক চার হুণ্ডি ব্যবসায়ী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ৩৩ লাখ টাকাসহ চার হুণ্ডি ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নড়াইল জেলার নড়াগাতি উপজেলার পানিপাড়া গ্রামের মোহাম্মাদ শেখের ছেলে আনিছ শেখ (২৬), হাসিয়াল গ্রামের লুৎফর ফকিরের ছেলে জীবন ফকির (২১), আবু বক্করের ছেলে এনামুল শেখ (৩০) ও জয়নগর গ্রামের আলম শিকদারের ছেলে রিয়াদ শিকদার (১৯)।

পুলিশ জানায়, বিপুল পরিমাণে হুণ্ডির টাকাসহ চার পাচারকারী বেনাপোল থেকে রওনা দিয়ে যশোরের দিকে যাচ্ছে- এমন খবর পেয়ে যশোর-বেনাপোল মহাসড়কে ওৎ পেতে থাকেন পুলিশ সদস্যরা। পরে ইজিবাইক থামিয়ে তাদের শরীর তল্লাশি চালিয়ে সাড়ে ৩৩ লাখ টাকাসহ চার হুণ্ডি ব্যবসায়ীকে আটক করা হয়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিয়ার রহমান এ খবর নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭/আপডেট: ২১৫৮ ঘণ্টা
এজেডএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।