ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে ইয়াবাসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
আমতলীতে ইয়াবাসহ আটক ১

বরগুনা: বরগুনার আমতলীতে ৪৫ পিস ইয়াবাসহ রাজ্জাক হোসেন রাজু তালুকদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে টিয়াখালী মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করা হয়। রাজ্জাক আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নাইটগার্ড।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্কুলে চাকরির আড়ালে এলাকায় ইয়াবা ব্যবসা ও সেবন করে আসছিলেন রাজ্জাক। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে টিয়াখালী মাদ্রাসার সামনে থেকে ৪৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদউল্লাহ বাংলানিউজকে জানান, বিকেলে রাজ্জাককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।