ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে সার্কাস দেখাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
দৌলতপুরে সার্কাস দেখাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে সার্কাস খেলা দেখাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে আব্দুল খালেক (৫৫), বিল্লাল হোসেন (৪৫), শাজাহান আলী (৪০), শ্যামল (৩৫) ও কালুকে (৪০) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস জানান, শেহালা বাজারে সার্কাস খেলা দেখা নিয়ে স্থানীয় আব্দুল খালেক ও শাজাহান আলীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তারা লোকজন নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত আটজন আহত হন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।