ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাবিপ্রবি ভিসিকে অবরুদ্ধের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
হাবিপ্রবি ভিসিকে অবরুদ্ধের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ 

দিনাজপুর: শিক্ষক অপসারণের প্রতিবাদে দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করে ভাঙচুর ও শিক্ষক লাঞ্চিত করার ঘটনায় উভয়পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে দিনাজপুর কোতয়ালী থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্টার প্রফেসর ড. সফিউল আলম ও এর আগে প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. বলরাম রায় বাদী হয়ে অভিযোগ করেন। তবে কোনো অভিযোগ নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে।  

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে ভাইস চ্যান্সেলরকে তার কক্ষে অবরুদ্ধ করে লাঞ্চিত করার প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন ভিসি সমর্থিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।  

প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. বলরাম রায় জানান, গত সোমবার (২০ নভেম্বর) রাতে শিক্ষককে অপসারণের প্রতিবাদে প্রগতিশীল শিক্ষক ফোরামের সদস্যরা আন্দোলন করছিলেন। এসময় ভাইস চ্যান্সেলর সমর্থিতরা হামলা চালালে ৬ শিক্ষক আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড়শ জনকে আসামি করে অভিযোগ করেন।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. সফিউল আলম জানান, ভাইস চ্যান্সেলরকে লাঞ্ছিত ও কক্ষে ভাঙচুরের অভিযোগে প্রগতিশীল শিক্ষক ফোরামের নেতাদের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে দিনাজপুর পুলিশ সুপার (এসপি) মো. হামিদুল আলম জানান, উভয়পক্ষের অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনিয়ম-দুর্নীতি নিয়ে গত শনিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পরামর্শ বিভাগের পরিচালক ডা. এস এম হারুন উর রশিদ। এই ঘটনায় সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডা. এসএম হারুন উর রশিদকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও পরামর্শ বিভাগের পরিচালক পদ থেকে অপসারণ করে ওই পদে প্রফেসর ড. শাহাদৎ হোসেন খানকে দায়িত্ব দেয়। এরপর বিকেল ৪টা থেকে ভাইস চ্যান্সেলরের কক্ষের মেঝেতে বসে অবস্থান ধর্মঘট শুরু করে প্রগতিশীল শিক্ষক ফোরামের সদস্যরা। কর্মসূচি চলাকালীন রাত ৮টার দিকে ভিসি ড. মু. আবুল কাসেমের সমর্থক শিক্ষার্থীরা তার কক্ষে প্রবেশ করেন। এ সময় তারা প্রগতিশীল শিক্ষক ফোরামের শিক্ষকদের উপর হামলা চালান ও অবরুদ্ধ ভাইস চ্যান্সেলরকে তার কার্যালয় থেকে বের করে নিয়ে যান। তাদের হামলায় ৬ শিক্ষক আহত হন।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।