ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে হামলার প্রতিবাদে দলিল লেখকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
মৌলভীবাজারে হামলার প্রতিবাদে দলিল লেখকদের মানববন্ধন মৌলভীবাজার সাব-রেজিস্ট্রার অফিসে ঢুকে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে দলিল লেখক সমিতি। 

মৌলভীবাজার: মৌলভীবাজার সাব-রেজিস্ট্রার অফিসে ঢুকে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে দলিল লেখক সমিতি। 

বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

দলিল লেখক সমিতির জেলা সভাপতি আব্দুল মসব্বিরের সভাপতিত্বে ও বড়লেখা উপজেলা সভাপতি মীর মখলিসুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- স্টাম্প ভেন্ডর সমিতির জেলা সভাপতি জুবায়ের আহমদ, নকল নবিশ সমিতির জেলা সাধারণ সম্পাদক জামাল হোসেন, সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল্লাহ আফজাল, সাধারণ সম্পাদক ছালিকুর রহমান প্রমুখ।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখাকে কেন্দ্র করে কনকপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আক্কাস আলী দলবল নিয়ে দলিল লেখকদের ওপর হামলা করেন।  এতে চার দলিল লেখক আহত হন। এসময় অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দেশি অস্ত্রসহ দুইজনকে আটক করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।