ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

২১ ডিসেম্বর বান্দরবানে ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
২১ ডিসেম্বর বান্দরবানে ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ

বান্দরবান: ২১ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী শুরু হচ্ছে বান্দরবানের শত বছরের পুরানো ঐতিহ্যবাহী খাজনা আদায়ী উৎসব রাজপূণ্যাহ।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে বিষয়টি জানিয়েছেন ১৭তম বোমাং সার্কেল চিফ ইঞ্জিনিয়ার উ চ প্রু।

এ উৎসবে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, জোন কমান্ডার, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যোগ দেবেন বলে জানিয়েছেন বোমাং রাজা।

১১টি আদিবাসী সম্প্রদায় প্রায় ১৭৬৪ বর্গমাইল এলাকার ১০৯টি মৌজা নিয়ে গঠিত বান্দরবান পার্বত্য জেলার বোমাং সার্কেল। ১৭২৭ সাল থেকে বোমাং রাজ প্রথা শুরু হলেও ১৮৭৫ সাল থেকে ধারাবাহিকভাবে বোমাং রাজাগণ ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ মেলার আয়োজন করে আসছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।