ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে দুই কৃষক অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
নাইক্ষ্যংছড়িতে দুই কৃষক অপহৃত

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই কৃষককে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার দোছড়ি ইউনিয়নের বাঁকখালী ছাগলখাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন-দোছড়ি ইউনিয়নের বাঁকখালী ছাগলখাইয়া এলাকার ফয়েজ আহমদের ছেলে মো. হোসন (৪০) ও ফজল করিমের ছেলে নুরুল আজিম (২৯)।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে ৫-৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী কৃষক হোসন ও নুরুল আজিমকে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। তবে এখনো অপহৃতদের কোনো খোঁজ মেলেনি বলে জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকালে খবর পেয়ে অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর কর্মীরা অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।