ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
রূপগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাদকসেবীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মোগরাকুল এলাকার হেকিম মিয়ার ছেলে সুমন ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার পথপুটি এলাকার জামাল খানের ছেলে রনি খান।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার হাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক সুমন ও রনি খানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।