ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
গাংনীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক গাংনীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

মেহেরপুর: মেহেরপুরে ওয়ান স্যুটারগান (এলজি) ও এক রাউন্ড বন্দুকের কার্তুজসহ জুয়েল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর) রাত ১২টার দিকে কাজীপুর ডিগ্রি কলেজ মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর শনিবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

জুয়েল হোসেন গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মুন্সীপাড়া এলাকার ইনদাদুল হকের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কাজীপুর ডিগ্রি কলেজ মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জুয়েলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার (২৬ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে মেহেরপুর জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।